নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামের আহমেদপুর এলাকায় দুটি যাত্রীবাহি বাসের সংঘর্ষে এক বাইসাইকেল আরোহী চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় আহত হয় দুই বাসের কমপক্ষে ২০ যাত্রী।
রবিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইকেল আরোহীর নাম বীরেন্দ্রনাথ সরকার (৩৫)। সে নাটোর সদরের নবীনকৃষ্ণপুর গ্রামের নগেন্দ্রনাথ সরকারের ছেলে।
অন্যদিকে, স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে বনপাড়া ও নাটোরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।
ঝলমলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বাস দুইটিকে আটক করা হয়েছে।