সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:
“নিজের সমাজ সংস্কৃতি আত্ম পরিচয়ের টানে সংগঠিত হও, অধিকার আদায়ের সংগ্রাম” প্রতিপাদ্যকে সামনে রেখে সারিয়াকান্দি আদিবাসী যুব পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল ১০টায় যমুনা থিয়েটার কার্যালয়ে সংগঠনের সভাপতি সুনিল রবি দাস বাবুর সভাপতিত্বে, আদিবাসি সম্প্রদায়ের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আদিবাসী যুব পরিষদের সভাপতি স্বপন চন্দ্র কর্ণি দাস।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আদিবাসী যুব পরিষদের সাধারণ সম্পাদক গৌতম ভুইয়া, জাতীয় আদিবাসি জেলা শাখার আহ্বায়ক হান্নান রবি দাস, সাংবাদিক জাফরুল সাদিক, হেদায়েতুল ইসলাম লিটন, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নিরঞ্জন সরকার।
সহাদেব রবিদাসের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, বাবু চঞ্চল কুমার, ববিতা রাণী ববি, নন্দিতা রাণী, শ্রী বাঁধন, মানিক মালো, ফরিন্দ্র রবি দাস, নয়ন রবি দাস প্রমুখ।