বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগ কার্যালয়ে ককটেল হামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ককটেল হামলার আসামি উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বিজরুল গ্রামের আফসার আলী মন্ডলের ছেলে আব্দুল বারীক (৩১), ওয়ারেন্টভুক্ত উপজেলার তেতুলিয়া রায়পাড়া গ্রামে লোকমান আলীর স্ত্রী জহুরা বেগম(৫৫), একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আরিফ হোসেন (৩০), আহম্মেদ আলীর ছেলে রুবেল হোসেন (৩৫), শাহাদত আলীর ছেলে লেবু মিয়া(৩৮), লোকমান আলীর ছেলে জুয়েল হোসেন (৪৫), আয়েন উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম (৫০) ও আহম্মেদ আলী (৫৫)।
আজ রবিবার দুপুরে নন্দীগ্রাম থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া কারাগারে প্রেরণ করা হয়েছে।
এর আগে গত শনিবার রাতে থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিনের নেতৃত্বে উপ-পরির্দশক (এসআই) চান মিয়া ও আনিছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযানর চালিয়ে তাদের গ্রেফতার করে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।