নাটোরের সিংড়ায় গাঁজার গাছসহ লোকমান অালী মৃধা (৪৭) নামের এক জনকে অাটক করেছে সিংড়া থানা পুলিশ।
শনিবার (১৫ সেপ্টেম্বর) রাতে সিংড়া থানার উপ-পরিদর্শক (এস.অাই) মোঃ শাহেদ অালীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পৌর শহরের কতুয়াবাড়ি থেকে তাকে অাটক করা হয়। সে ঐ গ্রামের দসি প্রামাণিকের পুত্র।
গাঁজার গাছের উচ্চতা ১০ফিট, ওজন ৫ কেজি। যার অানুমানিক মূল্য ১০ হাজার টাকা।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, তাকে মামলার মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।