পটুয়াখালীর দশমিনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় দশমিনা উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস এর সভাপতিত্তে পটুয়াখালীর-৩ আসনের সাংসদ আখম জাহাঙ্গীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.শাখাওয়াত হোসেন (শওকত), ভাইস চেয়ারম্যান ফখরুজ্জামান বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান ডা. সামছুরনাহার খান ডলি, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. আ. আজিজ মিয়া, উপজেলা আ'লীগের সহ সভাপতি কাজী আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক এ্যাড. উত্তম কুমার কর্মকার প্রমুখ।
মেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ ২২টি স্টল অংশ গ্রহণ করে।