পাবর্ত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মো: রুবেল হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাটিরাঙ্গা সেনা জোনের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সে মাটিরাঙ্গা আবু তাহেরের ছেলে। এ সময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
নিরাপত্তাবাহিনী সূত্রে জানা যায়, মাটিরাঙ্গার ধলিয়া ব্রীজ এলাকায় তার নিজস্ব পাখির দোকানে ইয়াবা বিক্রি করছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা ৩০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী জোনের জোনাল স্টাফ অফিসার মেজর মাজহারুল ইসলাম ভূঁইয়া‘র নেতৃত্বে একটি টহল দল গতকাল শুক্রবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মো:রুবেল হোসেনকে ১৫ পিছ ইয়াবাসহ আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত রুবেল হোসেন ইয়াবা বিক্রি'র কথা স্বীকার করে এবং সে অনেক দিন ধরে নিজ পাখির দোকানে বসে মাটিরাঙ্গায় বিভিন্ন লোকের কাছে ইয়াবা বিক্রয় করে আসছে।
আটককৃত রুবেল হোসেনকে মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।