শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
মহাসড়কে ডাকাতির প্রস্তুতকালে সিরাজগঞ্জের শাহজাদপুর থানা পুলিশ পিস্তল ও গুলিসহ ৪ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) রাতে পৌর এলাকার দ্বারিয়াপুর গ্রামের বগুড়া-নগরবাড়ি মহাসড়ক সংলগ্ন সরকারি খাদ্য গুদামের পাশের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- আব্দুল মতিন (৪৬) ও শুকুর আলী (৪২)। এ সময় তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ৩ রাউন্ড বন্দুকের তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
পরে তাদেরই দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ এ রাতেই শাহজাদপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বাবু মিয়া (৪০) ও রইচ শেখ (৩০) নামক দু'জনকে পুলিশ আটক করে।
শাহজাদপুর থানা পুলিশ সূত্র জানায়, উপজেলার পোতাজিয়া ইউনিয়নের শেলাচাপড়ি গ্রামের মৃত দুলাল প্রামানিকের ছেলে মতিন ও একই গ্রামের মৃত চাঁদ ফকিরের ছেলে শুকুর আলীর বিরুদ্ধে সিরাজগঞ্জের শাহজাদপুর থানা, পাবনা জেলার আমিনপুর থানা ও ফরিদপুর জেলা সদর থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। পুলিশ তাদের অনেক দিন ধরে খুঁজছিল।
এ ব্যাপারে শাহজাদপুর থানার ওসি খাজা গোলাম কিবরিয়া জানান, মতিন ও শুকুর আলী শাহজাদপুর পৌর সদর দ্বারিয়াপুরের বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সরকারি খাদ্য গুদামের পাশে একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দু'জনকে আটক করা গেলেও বাকিরা পালিয়ে যায়। পরে আটক এ দু’জনের দেয়া তথ্যের ভিত্তিতে অপর দু‘জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহজাদপুর থানায় পৃথক অস্ত্র ও ডাকাতি মামলা হয়েছে। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে তাদের।