Bootstrap Image Preview
ঢাকা, ১৭ সোমবার, ফেব্রুয়ারি ২০২৫ | ৪ ফাল্গুন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাহজাদপুরে পিস্তল ও গুলিসহ ৪ ডাকাত গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫৮ AM
আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫৮ AM

bdmorning Image Preview


শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

মহাসড়কে ডাকাতির প্রস্তুতকালে সিরাজগঞ্জের শাহজাদপুর থানা পুলিশ পিস্তল ও গুলিসহ ৪ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) রাতে পৌর এলাকার দ্বারিয়াপুর গ্রামের বগুড়া-নগরবাড়ি মহাসড়ক সংলগ্ন সরকারি খাদ্য গুদামের পাশের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- আব্দুল মতিন (৪৬) ও শুকুর আলী (৪২) এ সময় তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ৩ রাউন্ড বন্দুকের তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

পরে তাদেরই দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ এ রাতেই শাহজাদপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বাবু মিয়া (৪০) ও রইচ শেখ (৩০) নামক দু'জনকে পুলিশ আটক করে।

শাহজাদপুর থানা পুলিশ সূত্র জানায়উপজেলার পোতাজিয়া ইউনিয়নের শেলাচাপড়ি গ্রামের মৃত দুলাল প্রামানিকের ছেলে মতিন ও একই গ্রামের মৃত চাঁদ ফকিরের ছেলে শুকুর আলীর বিরুদ্ধে সিরাজগঞ্জের শাহজাদপুর থানাপাবনা জেলার আমিনপুর থানা ফরিদপুর জেলা সদর থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। পুলিশ তাদের অনেক দিন ধরে খুঁজছিল।

ব্যাপারে শাহজাদপুর থানার ওসি খাজা গোলাম কিবরিয়া জানানমতিন ও শুকুর আলী শাহজাদপুর পৌর সদর দ্বারিয়াপুরের বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সরকারি খাদ্য গুদামের পাশে একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দু'জনকে আটক করা গেলেও বাকিরা পালিয়ে যায়। পরে আটক এ দুজনের দেয়া তথ্যের ভিত্তিতে অপর দুজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহজাদপুর থানায় পৃথক অস্ত্র ও ডাকাতি মামলা হয়েছে। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে তাদের।

Bootstrap Image Preview