চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম নগরে অস্ত্রসহ মো. কামাল হোসেন প্রকাশ রানা (২০) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পু্লশি।
শুক্রবার (১৪ সেপ্টেম্বর) ভোরে সদরঘাট ধানাধীন দারোগাহাট হাটের মক্কা ট্রান্সপোর্ট এজেন্সির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কামাল হোসেন লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার শীলছড়ি এলাকার আশরাফুল ইসলামের ছেলে।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. নেজাম উদ্দিন বলেন, গোপন সূত্রে খবর পেয়ে কামাল হোসেনকে একটি দেশীয় তৈরী কাঠের বন্দুক ও দুই রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করা হয়। তার হোসেনের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।