Bootstrap Image Preview
ঢাকা, ০১ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইনজুরিতে দ্বিতীয় ধাক্কা খেল শ্রীলঙ্কা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৩৯ AM
আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৩৯ AM

bdmorning Image Preview
দানুশকা গুনাথিলাকা


এশিয়া কাপের উদ্ধোধনী ম্যাচে আগামীকাল মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তবে এই ম্যাচেই আগেই ইনজুরিতে দ্বিতীয় ধাক্কা খেল শ্রীলঙ্কা শিবির। হাতের ইনজুরিতে দিনেশ চান্ডিমালের পর এবার পিঠের ব্যাথায় এশিয়া কাপের আসর থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার দানুশকা গুনাথিলাকা।

দানুশকা গুনাথিলাকার অভাব শ্রীলঙ্কা শিবিরকে ভোগাতে পারে।  বাঁ-হাতি এই  ব্যাটসম্যান ও ডানহাতি অফ ব্রেক বল করে থাকে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গুনাথিকার ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তার জায়গায় শুক্রবার দলের সঙ্গে যোগ দেবেন সিহান জয়াসুরিয়া। 

এদিকে ইনজুরিতে দুই নির্ভরেযোগ্য ব্যাটম্যাস ছিটকে ব্যাক্তিগত কারণে এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে খেলবেন না স্পিনার আকিলা ধনাঞ্জয়া। এ সময় সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শ্রীলঙ্কা যদি গ্রুপ পর্ব পার হতে পারে তাহলে তাকে আসরের শেষ ম্যাচ গুলোতে পাবে শ্রীলঙ্কা।

Bootstrap Image Preview