জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীরা কলাপাড়ায় ১৪টি দলের অংশগ্রহণে বিকেলে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার চাকামইয়া ইউনিয়ন দল ও ধানখালী ইউনিয়ন দলের মধ্যে এই খেলা অনুষ্ঠিত হয়।
এ খেলায় চাকামইয়া ইউনিয়ন দল চ্যাম্পিয়ন হয়েছে। বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক প্রতিমন্ত্রী আলহাজ মাহবুবুর রহমান এমপি।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর রহমান। হাজার হাজার দর্শক উপস্থিতিতে গ্রামীণ জনপদের উপভোগ্য এ ফুটবল টুর্ণামেন্ট শুরু হয় ৮ সেপ্টেম্বর। খেলাকে ঘিরে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।