পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক হাজার পিস ইয়াবাসহ মা ও ছেলেকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বেলা ১টায় উপজেলার কোড়ালীয়া লঞ্চঘাট থেকে তাদেরকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন বাহেরচর গ্রামের লালন মাতব্বরের স্ত্রী মাহিনুর বেগম (৩০) ও তার ছেলে হাসান রাব্বি (১৮)।
রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মিলন কৃষ্ণ মিত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গাবালী থানা পুলিশের একটি দল কোড়ালীয়া লঞ্চঘাটে তাদের তল্লাশি চালায়। এ সময় মা ও ছেলের ব্যাগ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।