Bootstrap Image Preview
ঢাকা, ২০ বৃহস্পতিবার, মার্চ ২০২৫ | ৬ চৈত্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বকেয়া টাকা চাওয়ায়, গ্যারেজ মালিককে পিটিয়ে হত্যা

ক্রাইম ডেস্ক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০১:৩৭ PM
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০১:৩৭ PM

bdmorning Image Preview


বগুড়া জেলার সদর উপজেলায় বকেয়া টাকা চাওয়ায় রাজা মোল্লা (৬০) নামে এক গ্যারেজ মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার জশপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, রাজা মোল্লার অটোরিকশার গ্যারেজে প্রতিদিন রবিউল ইসলাম রুবেল রিকশা চার্জ করতেন। ঘটনার দিন রুবেলের কাছে রিকশা চার্জের বকেয়া টাকা চান রাজা মোল্লা। এ সময় রুবেলের বাবাও সেখানে উপস্থিত ছিলেন। বকেয়া টাকা চাওয়ায় রুবেল ও তার বাবা চটে যায়। পরে রুবেল ও তার বাবা ইলিয়াস হোসেন মিলে লোহার রড ও লাঠি দিয়ে গ্যারেজ মালিককে মারধর করেন।

পরে, গুরুতর আহত রাজাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বগুড়া সদর থানার পরিদর্শক(তদন্ত) কামরুজ্জামান মিয়া জানান, বকেয়া টাকার বিবাদে গ্যারেজ মালিক রাজা মোল্লাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাবা ও ছেলেকে আটক করা হয়েছে।

নিহত রাজা মোল্লার মৃতদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও নিশ্চিত করেন থানার এ কর্মকর্তা।

Bootstrap Image Preview