Bootstrap Image Preview
ঢাকা, ২০ বৃহস্পতিবার, মার্চ ২০২৫ | ৬ চৈত্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইঁদুর মারার ওষুধ খেয়ে যুবকের আত্মহত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪৮ AM
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪৮ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


নাটোর প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামের মাঝগাঁও বাহিমালি মন্ডলবাড়ি এলাকায় মিশু কোড়াইয়া (১৮) নামে এক যুবক ইঁদুর মারার ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে।

বুধবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার মৃতদেহ বনপাড়া খ্রিষ্টান কবরস্থানে সমাহিত করা হয়। এর আগে সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

জানা যায়, গত মঙ্গলবার বিকেলে সে ইদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায় এবং অবস্থা খারাপ হলে নিজেই স্থানীয় পাটোয়ারী হাসপাতালে চিকিৎসা নিতে যায়। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করা হলে পরের দিন সকালে তার মৃত্যু হয়। মিশু বাহিমালী গ্রামের মৃত মিলন কোড়াইয়ার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মিশু ঢাকায় থাকতো, ঘটনার দুই দিন আগে সে বাড়িতে আসে। ধারণা করা হচ্ছে পারিবারিক অভাবের কারণে সে হতাশায় ভুগে বিষপানে আত্মহত্যার পথ বেছে নেয়।

Bootstrap Image Preview