Bootstrap Image Preview
ঢাকা, ২৪ সোমবার, মার্চ ২০২৫ | ১০ চৈত্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাতক্ষীরায় ফেনসিডিলসহ যাত্রীবেশি দুই চোরাচালানি গ্রেফতার

রাহাত রাজা, সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩৩ AM
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩৩ AM

bdmorning Image Preview


ভারত থেকে চোরাপথে পাচার হওয়া ফেনসিডিলসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ।

আজ বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরা শহরের অদুরে বাঁকালে একটি ভ্যানে করে এই ফেনসিডিল আনা হচ্ছিল।

জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক রিয়াদুল ইসলাম জানান গোপন সূত্রে খবর পেয়ে তিনি পুলিশের একটি দল নিয়ে বাঁকালে অবস্থান নেন। পরে  ভ্যানের যাত্রীবেশী দুই ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তাদের ব্যাগে থাকা ৭০ বোতল ফেনসিডিল বের করে দেয়। এ ঘটনায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। 

এরা হচ্ছে কেশবপুর উপজেলার আওয়ালগাতির আবদুল খালেক সাজু ও সাতক্ষীরার নলকুড়ার মো. আজমীর হোসেন। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলা হযেছে। 

 

Bootstrap Image Preview