নারায়ণগঞ্জের রূপগঞ্জে অজ্ঞাত পরিচয়ের এক তরুণীর (২৩) মুখ-পা বাঁধা লাশ উদ্ধার করেছে।
বুধবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রাম থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশের ধারণা তাকে অপহরণের পর অনৈতিক কাজ করে হত্যার পর দুষ্কৃতিকারীরা তার লাশ এখানে ফেলে গেছে।
এ বিষয়ে ভোলাব পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম জানান, বুধবার সকালে উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাব মধ্যপাড়া এলাকার মৃত আবদুল হাইয়ের বড় ছেলে ও ট্রলি গাড়ির হেলপার মামুন মিয়া (২৫)-এর লাশ বাড়ির পার্শ্ববর্তী বীর ফকির তলারটেক এলাকায় পড়ে থাকতে দেখে লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক সুরতহালে জানা গেছে, তার শরীরের বিভিন্ন অংশে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।