Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঢাকা ও হ্যানয়ের মধ্যে সরাসরি বিমান চলাচলের অনুরোধ পররাষ্ট্র সচিবের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৫২ PM
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৫২ PM

bdmorning Image Preview


কূটনৈতিক প্রতিবেদক

ঢাকা ও হ্যানয়ের মধ্যে সরাসরি বিমান সংযোগ স্থাপনের অনুরোধ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শহিদুল হক।

তিনি ১২ সেপ্টেম্বর ভিয়েতনামের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ফাম বিনহ মিনহাতের সাথে আলোচনাকালে এ দাবি জানান।

সচিব বাংলাদেশী ব্যবসায়ী এবং পর্যটকদের জন্য ভিয়েতনামি ভিসার সহজলভ্য করারও অনুরোধ জানান।

জবাবে ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী বলেন, হ্যানয় ঢাকার সাথে তার সম্পর্ক উন্নয়নে সহযোগিতার জন্যে তাকিয়ে রয়েছে।

তিনি বলেন, বার্ষিক দ্বিপক্ষীয় বাণিজ্য ইতিমধ্যে এক বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে।

তিনি ভিয়েতনামের বৈদেশিক কার্যবিষয়ক সম্মেলন (এফওসি) এবং যুগ্ম ট্রেড কমিশনের প্রাথমিক আহ্বানের উপর জোর দেন। উভয়ই অফিসিয়াল পর্যায়ে বৃহত্তর বিনিময় এবং সার্বিক যোগাযোগের বিষয়ে সম্মত হন।

Bootstrap Image Preview