চরভদ্রাসন প্রতিনিধিঃ
ফরিদপুরের চরভদ্রাসনে বজ্রপাতে সোহাগ মোল্যা (১১) নামের এক জনের মৃত্যু হয়েছে।
বুধবার (১২ সেপ্টেম্বর) উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের পশ্চিম চরশালিপুর গ্রামে এ ঘটনা ঘটে। সোহাগ ওই গ্রামের জাহিদ মোল্যার ছেলে।
চরহরিরামপুর ইউপি চেয়ারম্যান আমির হোসেন খান জানান, আজ বুধবার বিকাল তিনটার দিকে সোহাগ ও তার ছোট ভাই বাড়ির সামনে দুয়ারী দিয়ে নৌকা নিয়ে মাছ ধরতে যায়। বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় গ্রামবাসীরা সোহাগকে ঘটনাস্থল থেকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।