আসাদ গাজী, শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের ভেদরগঞ্জে ১৩ বছর বয়সী এক প্রতিবন্ধী কন্যা শিশুকে ধর্ষণ করেছে ৭০বছর বয়সী বৃদ্ধ।
গত শনিবার (৮সেপ্টেম্বর) ধর্ষিত নাবালিকার বাবা বাদী হয়ে ভেদরগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে প্রতিবন্ধি ধর্ষিতার চাচি শাহনাজ বেগম জানান, রামভদ্রপুর গ্রামের খেটে খাওয়া আক্কন আলীর মেয়ে টুম্পাকে (১৩) গত ছয় মাস আগে তাদের বাড়ির পাশে পুকুর পাড়ে দুপুর বেলা খেলা করতে গেলে পাশের বাড়ির আজগর মুন্সি টুম্পার মুখে গামছা দিয়ে বেধে তার সাথে নোংরা কাজ করছিল। তার কিছুক্ষণ পড়ে টুম্পার চাচি পুকুরে পানি আনতে গেলে টুম্পার চিৎকার শুনে এগিয়ে গেলে পাষন্ড আজগর আলি মুন্সী পালিয়ে যায়। টুম্পাকে পড়ে থাকতে দেখতে পেয়ে তাকে বাড়ি নিয়ে আসে।
এ বিষয়ে স্থানীয় মাতাব্বার সাহিন সরদারকে জানালে সাহিন সরদার বলেন, এ ব্যাপারে আর কাউকে জানানোর দরকার নাই আমাকে কয়টা দিন সময় দেও আমি আজগর মুন্সীর বিচার করবো। এ বলে আজকে ছয় মাস হয়ে গেলেও এখন পযন্ত তারা সাহিন সরদারের কাছ থেকে কোন সুরহা পাননি তাই গতকাল টুম্পাকে ডাক্তার দিয়ে পরীক্ষা করে দেখা গেছে টুম্পা ছয় মাসের অন্তঃসত্ত্বা।
এ ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ওই নাবালিকার বাবা আক্কন আলী।
এ বিষয় নিয়ে সাহিন সরদারের বাড়ি গিয়ে তাকে পাওয়া যায়নি। তার মোবাইলে একাধিকবার কল করা হলেও সাহিন সরদার মোবাইল রিসিভ করেনি। আর এদিকে ধর্ষক আজগর মুন্সীর বাড়ি গিয়ে ও তাকে পাওয়া যায়নি।
রামভদ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান বিপ্লব সিকদার বলেন, অপরাধি যেই হোক না কেন আমি তার শাস্তি দাবি করছি।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, টুম্পার বাবা আক্কন আলী বাদী হয়ে ভেদরগঞ্জ থানায় শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন। ধর্ষক বৃদ্ধকে গ্রেফতারের চেষ্টা চলছে।