Bootstrap Image Preview
ঢাকা, ১৭ সোমবার, মার্চ ২০২৫ | ৩ চৈত্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নাটোরে প্রতিবন্ধী শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫৭ AM
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫৭ AM

bdmorning Image Preview


নাটোর প্রতিনিধি:

নাটোরে বাক প্রতিবন্ধি শিশু ধর্ষণের দায়ে আলাল হোসেন (২৮) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ভিকটিমকে ক্ষতিপূরণ বাবাদ ৫০ হাজার টাকা প্রদানের আদেশ দিয়েছেন বিচারক।

বুধবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা জজ মো. মাইনুল হক এই আদেশ প্রদান করেন।

এ ছাড়া আদালত ক্ষতিপূরণের সমুদয় অর্থ আদায়ের মাধ্যমে ভিকটিমের পরিবারকে প্রদানের জন্য জেলা প্রশাসকের ওপর দায়িত্ব প্রদান করে আদেশ দিয়েছেন। আদেশে প্রয়োজনে আসামির পরিবারের মালামাল ক্রোক করার পর তা বিক্রি করে সমুদয় টাকা ভিকটিমকে প্রদাণের আদেশ দিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালের ২ সেপ্টেম্বর দুপুরে সদর উপজেলার জংলি মন্ডলপাড়া এলাকার মৃত সাইদুল্লার ছেলে আলাল প্রতিবেশী ইসলামের বাড়িতে যায়। এ সময় ইসলামের ১৩ বছর বয়সী বাক প্রতিবন্ধি মেয়েকে ধর্ষণ করে। পরে ঘটনা জানাজানি হওয়ার পর ইসলাম বাদী হয়ে আলালের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলাটি বিচারের জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে প্রেরিত হলে স্বাক্ষ্য প্রমাণ শেষে বুধবার আদালতের বিচারক জেলা জজ মো. মাইনুল হক এই আদেশ দেন।

নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি শাজাহান কবীর আলালের সশ্রম কারাদণ্ড প্রদানসহ ভিকটিমকে ৫০ হাজার টাকা প্রদানের আদেশ দেওয়ার সত্যতা নিশ্চিত করেন।

Bootstrap Image Preview