রাজধানীর ধামরাইয়ে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে স্কুল থেকে ডেকে নিয়ে গণধর্ষণের ঘটনার মামলার প্রধান আসামি ইমরান হোসেন মুনকে (১৮) আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাতে ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ধামরাই থানা পুলিশ।
আটককৃত ইমরান হোসেন মুন ধামরাই পৌরসভার পাঠানটোলা মহল্লার হাফিজ ভূঁইয়ার ছেলে। মঙ্গলবার রাতে মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে ময়মনসিংহের ত্রিশাল এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার প্রধান আসামি ইমরান হোসেন মনকে আটক করা হয়েছে। এ ছাড়াও এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত (১০ সেপ্টেম্বর) আলামিন নামের এক যুবক ওই ছাত্রীকে স্কুল থেকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী পাঠানটোলা এলাকায় ইমরান হোসেন মুনের বাড়ির তিন তলার চিলিকোঠায় নিয়ে তার উপর চালায় পাশবিক নির্যাতন।
পরে এ ঘটনার পরের দিন মঙ্গলবার দুপুরে ধর্ষিতার বাবা বাদী হয়ে ধামরাই থানায় চার জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মোবাইল ফোন ট্রাকিং এর মাধ্যমে ময়মনসিংহ এলাকা থেকে মামলার মূল আসামি মুনকে আটক করে।