Bootstrap Image Preview
ঢাকা, ২০ বৃহস্পতিবার, মার্চ ২০২৫ | ৬ চৈত্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সারিয়াকান্দিতে মৃদু ভুমিকম্প অনুভূত

তাজুল ইসলাম, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৪১ AM
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৪১ AM

bdmorning Image Preview


বগুড়ার সারিয়াকান্দিতে মৃদু আকারের ভুমিকম্প অনুভূত হয়েছে। ভুমিকম্পে উপজেলার কোথাও কোনো হতাহতের ঘটনার খবর পাওয়া যায় নি।

বুধবার (১২ সেপ্টেম্বর) আনুমানিক সকাল ১০টা ৫০মিনিটে শুরু হওয়া। এই ভূকম্পন কয়েক সেকেন্ড স্থায়ী হয়।

তবে বগুড়া জেলা আবহাওয়া অধিদফতরে ভূকম্পন পরিমাপের কোনো যন্ত্র না থাকায় অধিদফতরের কর্মকর্তারা এ সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি।

চিকিৎসক শফিকুল ইসলাম সবুজ জানান, আমরা চেয়ারে বসে ছিলাম। এসময় আমাদেরকে যেন পিছন থেকে ধাক্কা দিচ্ছিল এমন অনুভব হতেই পিছন দিকে তাকিয়ে দেখি কেউ নেই। তখন বুঝতে পারি ভুমিকম্প হচ্ছে।

একই বাজারের জননী হোমিও ফার্মেসীর চিকিৎসক প্রবীণ সাংবাদিক সুজাউদ্দীন মন্ডল বলেন, আমি ওসময় কুরআন পড়ছিলাম ভূমিকম্পের বিষয়ে আমি কিছুই বলতে পারি না।

Bootstrap Image Preview