নারায়ণগঞ্জের ফতুল্লায় ধাপি ইদরাকপুরে ইস্ট এশিয়ান ইস্কট লিমিটেড নামে একটি টায়ার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ওই কারখানায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. মঞ্জুর কাদের আগুনের সত্যতা নিশ্চিত করেন।
সকালে এলাকাবাসী কারখানায় আগুন দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ফয়ার সার্ভিসকে জানালে তারা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। দেড় ঘণ্টা ধরে আগুন জ্বলছে। ক্যামিকেল গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
ওসি জানান, সকালে ওই কারখানায় আগুন লাগে। খবর পেয়ে নারায়ণগঞ্জ মন্ডলপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট ও ঢাকার দু'টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। মন্ডল পাড়া, হাজিগঞ্জ ও নারায়ণগঞ্জের শ্যামপুরের ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আনতে পাারে নি তারা।
তিনি আরও বলেন, ঘটনাস্খল থেকে লোকজন সরিয়ে দেওয়া হয়েছে। সিপু মাার্কেট এলাকার সড়ক বন্ধ রাখায় হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছে।