টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীর মধ্যআরিচপুর মধুমিতা মোল্লাবাড়ি এলাকায় নির্মাণাধীন ভবনে মাচা ভেঙে পড়ে মো. জুয়েল (২৪) নামক এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় ওই এলাকার শিরিন আক্তারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল ময়মনসিংহ জেলার নান্দাইল থানার পাঁচরুহি গ্রামের মৃত আঃ রহিমের ছেলে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে প্রেরণ করেন।
এলাকাবাসীরা জানায়, সকাল থেকে জুয়েলসহ অন্য শ্রমিকরা ওই নির্মাণাধীন ভবনের চার তলায় কাজ করছিলেন। এ সময় মাচা ভেঙে তিনি নিচে পড়ে গুরতর আহত হন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে টঙ্গীর শহিদ আহসান উল্লা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।