আবু নাসের, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় অজ্ঞাতনামা এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের বাবুইখোলা গ্রামের কালুখার বাড়ির পাশে বাঁশ ঝাড় থেকে লাশটি উদ্ধার করে। লাশ উদ্ধারের সময় ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা ও সহকারী পুলিশ সুপার (নগরকান্দা) সার্কেল এফ.এম মহিউদ্দীন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
সালথা থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন খান জানান, খবর পেয়ে বাবুইখোলা গ্রামের কালুখার বাড়ির পুর্ব পাশে বাঁশ ঝাড় থেকে অজ্ঞাতনামা এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সহকারী পুলিশ সুপার এফ.এম মহিউদ্দীন বলেন, উদ্ধারকৃত লাশটি ১৩/১৪ বছরের একজন কিশোর হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে লাশের কোন পরিচয় এখনও পাওয়া যায়নি।