Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভারতে তৈরি হচ্ছে সমকামীদের জন্য প্রথম বৃদ্ধাশ্রম 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৩০ AM
আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৩০ AM

bdmorning Image Preview


ভারতের আদালতে সমকামিতা নিয়ে রায় দেয়ার পর এবার তাদের জন্য তৈরির করা হচ্ছে বৃদ্ধাশ্রম। গুজরাটের রাজা এর জন্য ১৫ একর জমি দান করেছেন।

গুজরাটের রাজা পিপলার মহারাজ মানবেন্দ্র সিং গোহিল প্রথম রাজা যিনি প্রকাশ্যে সমকামিতা নিয়ে শীর্ষ আদালতের ঐতিহাসিক রায় নিয়ে মন্তব্য করেছেন। সেই সঙ্গে প্রকাশ্যে নিজেকে সমকামী বলে ঘোষণা করেছেন।

তার দেওয়া ১৫ একর সম্পত্তি উপর তৈরি হবে এই বৃদ্ধাশ্রম এবং তার পরিকল্পনাতেই তৈরি হবে এই বৃদ্ধাশ্রম। তাতে থাকবে ৫০টি কটেজ। প্রত্যেকটিতে জীবনধারণের প্রয়োজনীয় যাবতীয় জিনিস থাকবে। সেখানে প্রবীন এবং বৃদ্ধ সমকামীদের থাকার বন্দোবস্ত থাকবে। তারা যদি কাজ করতে চান সেসুযোগও করে দেওয়া হবে। 

একই সঙ্গে তাদের বিনোদনের জন্য মিউজিক থেরাপির ব্যবস্থা থাকবে বলে জানা গেছে। নন্দলোক তালুকের হনুমন্তেশ্বর এলাকায় তৈরি হবে এই বৃদ্ধাশ্রম। তার জন্য অর্থ সংগ্রহে নেমেছেন গুজরাটের সমকামী রাজা। 

Bootstrap Image Preview