নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই দল ডাকাতের ‘বন্দুকযুদ্ধে’ জাকির হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ রবিবার ভোরে উপজেলার শান্তিপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জাকির ঢাকার দক্ষিণখানের গোয়ালবাড়ি এলাকার নুর মিয়ার ছেলে।
আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, ভোরে ডাকাতির মালামালের ভাগ নিয়ে দুই দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। গুলির শব্দ শুনে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জাকির হোসেনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। এ সময় তাকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, এ সময় ঘটনাস্থল থেকে পিস্তল, গুলির খোসা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।নিহত জাকিরের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির অভিযোগে ৭ টি মামলা রয়েছে।
ওসি জানান, এ ঘটনায় হত্যা ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করেছে পুলিশ।