Bootstrap Image Preview
ঢাকা, ২০ বৃহস্পতিবার, মার্চ ২০২৫ | ৫ চৈত্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইন্দোনেশিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত ৮

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ আগস্ট ২০১৮, ০২:২২ PM
আপডেট: ১২ আগস্ট ২০১৮, ০২:২২ PM

bdmorning Image Preview


আন্তর্জাতিক ডেস্ক-

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের পার্বত্য এলাকায় বিমান দুর্ঘটনায় আট আরোহীর  প্রাণ হারিয়েছে। তবে বিমানে থাকা একমাত্র ১২-বছর বয়সী একটি বালক বেঁচে আছেন।

 

 রবিবার দেশটির কর্তৃপক্ষ একথা জানায়।

বিমানটি উড্ডয়নের পর পাপুয়া প্রদেশে একটি দুর্গম এলাকায় পৌঁছার ৪০ মিনিটের মধ্যেই শনিবার এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণের সঙ্গে এটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে রবিবার ভোরে ওকসিবিল উপজেলার পর্বতের পাশে ঘন জঙ্গল এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়।

পাপুয়া প্রদেশের সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেন, ধ্বংসাবশেষ থেকে আটজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কজনকে জীবিত পাওয়া গেছে।

তিনি এএফপিকে জানান, এই মুহূর্তে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে তদন্ত চলছে। বেসরকারি কোম্পানির ওই বিমানটিতে সাত যাত্রী ও দুই ক্রু সদস্য ছিলেন।

Bootstrap Image Preview