Bootstrap Image Preview
ঢাকা, ১২ শনিবার, অক্টোবার ২০২৪ | ২৬ আশ্বিন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

২০২১ সালের এশিয়া কাপের আসর বসবে শ্রীলঙ্কায়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২০, ০২:৩০ PM
আপডেট: ০৫ ডিসেম্বর ২০২০, ০২:৩০ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


শ্রীলঙ্কায় ২০২১ সালের জুনে এশিয়া কাপের আসর বসছে এবং ২০২২ সালের এশিয়া কাপ পাকিস্তানে অনুষ্ঠিত হতে পারে বলে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেটের প্রধান নির্বাহী ওয়াসিম খান।

পিসিবি-র সিইও ওয়াসিম খান জানিয়েছেন, ‘পরবর্তী এশিয়া কাপ ২০২১ জুনে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এবং ২০২২ এশিয়া কাপের জন্য আমরা এখন হোস্টিংয়ের অধিকার পেয়েছি।’

তিনি আরও জানান, ‘পাকিস্তানে এশিয়া কাপ হলে ভারত খেলতে যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। আর ভারত না গেলে পাকিস্তানে এশিয়া কাপ হবে কিনা তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।’

মূল সময়সূচি অনুসারে, ২০২০ সালের অগাস্ট-সেপ্টেম্বরে পাকিস্তান এশিয়া কাপের আয়োজক ছিলো। তবে কোভিড -১৯ মহামারীর কারণে এশিয়া কাপ আয়োজন করা যায়নি। ২০২১ সালের জুনের এশিয়া কাপ আয়োজনের রাইটস শ্রীলঙ্কা ক্রিকেট পিসিবি-র কাছ থেকে নিয়েছিলো। ক্ষতিপূরণ হিসেবে, পিসিবি ২০২২ সালের হোস্টিংয়ের অধিকার পেয়েছে।

Bootstrap Image Preview