Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢাকায় বিমানবন্দরে প্রবাসীর কান্না: লাগেজ থেকে ৭ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল চুরি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৩, ০৯:১৪ PM
আপডেট: ১৬ অক্টোবর ২০২৩, ০৯:১৫ PM

bdmorning Image Preview


 রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা দুই যাত্রীর কাছে থাকা সোনা, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ওই দুই যাত্রীর আহাজারির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, বিমানবন্দরের কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তি এই কাজটি করেছেন। তবে ওই ব্যক্তির নাম জানাতে পারেননি ভুক্তভোগীরা।

ভিডিওতে ভুক্তভোগী এক যাত্রী বলেন, সোনা আমার হাতেই ছিল। তাদের একজন আইসা বলতেছিল, তুই এগুলো নিয়া যাবার পারবি না। আমাগো দিয়া যা। এরপর ওই ব্যক্তি জোর করে আমার হাত থেকে সেসব নিয়ে যান।

ভিডিওতে দেখা যায়, আরেক যাত্রী বলেন, আমার কাছে ২৯ গ্রাম স্বর্ণ ছিল। আরও একটা চেইন মায়ের জন্য কিনেছিলাম। সঙ্গে দুটি মোবাইল ফোনও নিয়া গ্যাছে ভাই।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, তারা বিমান থেকে নামার প্রায় দুই ঘণ্টা পর একজনের লাগেজ আসে। বিষয়টি তখন সন্দেহ হয়। পরে তারা লাগেজ পেলেও সেটি খোলা পান। এরপর সবকিছু চেক করে দেখতে পান তাদের আনা স্বর্ণগুলো নেই।

এ বিষয়ে জানতে চাইলে বিমানবন্দর থানা পুলিশের পরিদর্শক (ওসি) আজিজুল হক মিঞা  বলেন, এ ঘটনার দুই ভুক্তভোগী গতকাল রাতে থানায় এসেছিলেন। তবে, তারা এ ঘটনায় কোনো মামলা দায়ের করেননি। তারা আমাদের জানিয়েছেন, বিমান কর্তৃপক্ষকে তারা অভিযোগ জানিয়েছে। বিমান কর্তৃপক্ষ দুই দিনের সময় চেয়েছে। আমরা যেকোনো সময় মামলা নেওয়ার জন্য প্রস্তুত আছি। তবে, ওই দুই ভুক্তভোগীর পরিচয় জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা। তবে, তারা সিঙ্গাপুর থেকে এসেছেন বলে জানান আজিজুল হক মিঞা।

এ বিষয়ে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, এ ঘটনা আমার জানা নেই। আমি এখন খোঁজ নিচ্ছি।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

Bootstrap Image Preview