Bootstrap Image Preview
ঢাকা, ১৮ মঙ্গলবার, জুন ২০২৪ | ৪ আষাঢ় ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেশে বিড়ি-সিগারেটের আগুণ থেকে ১৬.০৮ শতাংশ অগ্নিকাণ্ড ঘটেছে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০২৩, ০৩:০৯ PM
আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০২৩, ০৩:০৯ PM

bdmorning Image Preview


রোববার (৫ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশিত অগ্নিকাণ্ড ও দুর্ঘটনা সংক্রান্ত ২০২২ সালের বার্ষিক পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

বার্ষিক পরিসংখ্যানে দেখা গেছে, ২০২২ সালে সারা দেশে ২৪ হাজার ১০২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি হয়েছে ৩৪২ কোটি ৫৮ লাখ ৫১ হাজার ৩৮৯ টাকা। অগ্নিকাণ্ডে ৭২ জন পুরুষ ও ১৩ জন সাধারণ নারী মারা গেছেন। আর ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী মারা গেছেন ১৩ জন।

২০২২ সালে অগ্নিকাণ্ডে আহত হয়েছেন মোট ৪০৭ জন। এর মধ্যে সাধারণ পুরুষ ৩০৩ জন এবং নারী ৭৪ জন। আর ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন ৩০ জন।

এতে আরও দেখা গেছে, সারা দেশে ২৪ হাজার ১০২টি অগ্নিকাণ্ডের ঘটনায় এবারও সবচেয়ে বেশি ৩৮.৪৮ শতাংশ অগ্নিকাণ্ড ঘটেছে বৈদ্যুতিক গোলযোগের কারণে। এছাড়া বিড়ি-সিগারেটের জ্বলন্ত টুকরা থেকে ১৬.০৮ শতাংশ এবং চুলা থেকে ১৩.৯৮ শতাংশ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এছাড়া ২০২২ সালে ১১ হাজার ৯১১টি অন্যান্য দুর্ঘটনায় সাধারণ জনগণ নিহত হয়েছেন ২ হাজার ৫১৯ জন। এর মধ্যে পুরুষ ২ হাজার ১১৫ জন ও নারী ৪০৪ জন। আহত হয়েছেন ১৩ হাজার ১৬৮ জন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ৭৪১ জন ও নারী ২ হাজার ৪২৭ জন। আর ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন ১০ জন, কিন্তু কেউ নিহত হননি।

অন্যান্য দুর্ঘটনার মধ্যে রয়েছে- সড়ক, নৌযান, বিমান, ট্রেন, ভবনধস, পাহাড়ধস/মাটিচাপা, বজ্রপাত, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস, কেমিক্যাল, ভূমিকম্প, পানি সরবরাহ লাইন, গ্যাস সরবরাহ লাইন, গ্যাস সিলিন্ডার, বয়লার, সেপটিক ট্যাংক, সুয়ারেজ লাইন, লিফট, পারমাণবিক, পানিতে ডুবে দুর্ঘটনা।

Bootstrap Image Preview