Bootstrap Image Preview
ঢাকা, ০৬ শুক্রবার, ডিসেম্বার ২০২৪ | ২১ অগ্রহায়ণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নেপালে উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত বেড়ে ৬৭

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২৩, ১২:৫৪ PM
আপডেট: ১৫ জানুয়ারী ২০২৩, ০৭:৫০ PM

bdmorning Image Preview


নেপালের পোখারায় উড়োজাহাজ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৭ জনে দাঁড়িয়েছে। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইয়েতি এয়ারলাইনসের ওই উড়োজাহাজটি রোববার সকাল সাড়ে ১০টার দিকে বিধ্বস্ত হয়। এরপরই কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

এয়ারলাইনসটির মুখপাত্র সুদর্শন বারতুলা এএফপিকে বলেন, ‘আমরা জানিনা সেখানে কেউ বেঁচে আছে কি না।’

প্রতিবেদনে বলা হয়েছে, আরোহীদের মধ্যে ৬৮ জন যাত্রী ছিলেন। আর ক্রু ৪ জন। এদের মধ্যে ৫৩ জন নেপালের, ভারতের পাঁচজন, চারজন রাশিয়া এবং দুজন কোরিয়ার। এ ছাড়া আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা ও ফ্রান্সের একজন করে নাগরিক ছিলেন ওই উড়োজাহাজে।

স্থানীয় সময় সকাল ১০টা ৩৩ মিনিটে কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশে ছেড়ে যাওয়া এটিআর ৭২ উড়োজাহাজটি এর ২০ মিনিটের মধ্যে পোখারা আন্তর্জাতিক বিমানবন্দর এবং পুরনো বিমানবন্দরের মাঝামাঝি এলাকায় দুর্ঘটনায় পড়ে।

বিমান দুর্ঘটনা নেপালের জন্য অস্বাভাবিক নয়। প্রায়ই দূরবর্তী রানওয়ে এবং হঠাৎ আবহাওয়ার পরিবর্তনের কারণে এ দেশে এ দুর্ঘটনাগুলো হয় ।

নেপালে গত বছরের মে মাসে একটি বিমান দুর্ঘটনায় ২২ জন নিহত হয়েছিলেন । গত ৩০ বছরে এ দেশে প্রায় ৩০টির মতো বিমান দুর্ঘটনায় পড়েছে।

২০১৮ সালের ১২ মার্চ দেশটির কাঠমান্ডু ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত হয় বাংলাদেশের ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। সেই দুর্ঘটনায় ৫১ জন যাত্রী এবং ক্রু নিহত হন।

Bootstrap Image Preview