Bootstrap Image Preview
ঢাকা, ১১ বুধবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৭ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তারকা হওয়ার আগেই পলাশকে পছন্দ করতেন স্ত্রী নাফিসা, জানুন দুজনের প্রেম কাহিনী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২২, ০৩:১৮ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০২২, ০৩:১৮ PM

bdmorning Image Preview


জিয়াউল হক পলাশ দূরসম্পর্কের আত্মীয় ছিলেন নাফিসা রুম্মান মেহনাজ। গত বছরের নভেম্বরের দিকে পরিবারের কথায় নাফিসার সঙ্গে পরিচিত হন পলাশ। তখন জানতে পারেন, অভিনয়ে জনপ্রিয়তা পাওয়ার অনেক আগে থেকে নাফিসা তাঁকে পছন্দ করতেন।

এরপর মাস তিনেক পর পলাশ-নাফিসার সখ্যতা বাড়তে থাকে। পূর্বপরিচিত থাকায় পলাশ তাঁর বাবা মায়ের পছন্দেই নাফিসাকে বিয়ে করতে আর সময় নেননি। কিছুদিন আগে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই অভিনেতা।

জানা গেছে, পলাশের স্ত্রীর নাম নাফিসা রুম্মান মেহনাজ। নর্থসাউথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন অনুষদে স্নাতক সম্পন্ন করে একই বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করছেন তিনি। পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

বিয়ের প্রসঙ্গে পলাশ জানিয়েছেন, ‘বাবা মায়ের পছন্দকে প্রাধান্য দিয়ে বিয়ে করেছি। আলহামদুলিল্লাহ্, দাম্পত্যজীবনে আমরা ভীষণ সুখে আছি। সবার কাছে দোয়া চাই, জীবনের বাকিটা সময় যেন পরষ্পরের অপরিহার্য হয়ে একসঙ্গে থাকতে পারি।’

আগামী ফেব্রুয়ারিতে বড় পরিসরে বিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা আছে তাঁদের। পলাশ বলছেন, ‘এতই ব্যস্ত যে, এখনও মধুচন্দ্রিমাতে যেতে পারিনি।’

পরিচালক কাজল আরেফিন অমির সহকারী থেকে অভিনয়ে আসেন পলাশ। জনপ্রিয় এই নির্মাতার সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’ এর কাবিলা চরিত্র পলাশকে তারকাখ্যাতি এনে দিয়েছে। অভিনয়ের পাশাপাশি পলাশ নির্মাণেও মনোযোগী।

Bootstrap Image Preview