অস্ট্রেলিয়ায় পালং শাক খাওয়ার পর বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে। লোকজন শাকটি খাওয়ার পর গুরুতর অসুস্থ ও হ্যালুসিনেশনের শিকার হওয়ার ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে জরুরী স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে।
বিবিসি জানিয়েছে, মার্কিন বহুজাতিক কম্পানি কস্টকোর একটি দোকান থেকে রিভিয়েরা ফার্মস বেবি স্পেনাচ (পালং শাক) কিনে খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন অনেকে।
তারে মধ্যে অন্তত ৯ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা হ্যালুসিনেশনে ভুগছিলেন বলে জানা গেছে।
স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ভুক্তভোগীদের অন্যান্য লক্ষণগুলোর মধ্যে ছিল প্রলাপ বকা, হার্টবিট বেড়ে যাওয়া ও ঝাপসা দৃষ্টি।
রিভিয়েরা ফার্মস বলেছে, তাদের বিশ্বাস পালং শাকগুলোর সঙ্গে গাঁজা মিশে যাওয়ায় সেগুলো দূষিত হয়ে পড়েছিল। তবে অন্য কোনো পণ্যে এ ধরনের কিছু ঘটেনি। তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে দোকানগুলোকে এসব পণ্য সরিয়ে নিতে বলা হয়েছে।
অস্ট্রোলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের স্বাস্থ্য বিভাগ সতর্ক করে দিয়ে বলেছে, ওই ব্রান্ডের পালং শাকের কোনো প্যাকেটে মেয়াদ শেষ হওয়ার তারিখ ‘১৬ ডিসেম্বর’ দেওয়া থাকলে তা খাওয়া নিরাপদ হবে না এবং সেগুলো ফেলে দিতে হবে।
পালং শাক খাওয়ার পর অস্বাভাবিক কোনো লক্ষণের অভিজ্ঞতা হয়েছে, এমন কেউ থাকলে তাকে অবিলম্বে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে বলা হয়েছে।
রাজ্যটির পয়জনস ইনফর্মেশন সেন্টারের চিকিৎসক ডা. ড্যারেন রবার্টস বলেছেন, এ ঘটনায় কেউ মারা যায়নি দেখে আমরা খুবই সন্তুষ্ট। এটি এমনই থাকবে বলে আমাদের আশা। কিন্তু ওই লোকগুলো বেশ অসুস্থ, তারা হ্যালুসিনেশনে ভুগছেন আর সামনে এমন কিছু দেখছেন যা সেখানে নেই।
সূত্র: বিবিসি।