Bootstrap Image Preview
ঢাকা, ১১ বুধবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৭ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরা সবচেয়ে বেশি নিষ্ঠুর’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২২, ০৭:১৫ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০২২, ০৭:১৬ PM

bdmorning Image Preview


‘কাবুলিওয়ালা’ সিনেমা দিয়ে সকলের নজরে আসেন প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবে কাজ শুরু করলেও এখন তিনি নায়িকা। কাজ করতে গিয়ে নানা রকম পরিস্থিতির শিকার হয়েছেন তিনি। ইন্ডাস্ট্রিতে রাজনীতির শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেন দীঘি। 

সোমবার (১২ ডিসেম্বর) নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস শেয়ার করেন দীঘি। সেখানে তিনি লেখেন, ‘তুমি জানো একা তারকা শিশু হওয়ার লড়াই, যার মূল তারকাই তার সঙ্গে নেই। প্রায় সময়ই আমি অনেকের পোস্ট দেখি যে, তারা নতুন হিসেবে কাস্ট হচ্ছে। তখন আমি হাসি, মানুষ কেন মিথ্যা আশা দেয় আরেকজনকে, যেখানে তারা আমার ওপর ও আমার দক্ষতা নিয়ে সন্তুষ্ট নয়। যারা নতুন প্রজেক্টে নতুন জার্নি শুরু করতে যাচ্ছে তাদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। কিন্তু ওই ধরনের ভুয়া মানুষের কথা শুনতে শুনতে আমি ক্লান্ত, যারা আমাকে মিথ্যা আশা দেয় এবং দিন শেষে আমাকে অপমানিত করে। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরা বিশ্বের সবচেয়ে বেশি নিষ্ঠুর।’

‘আমার কোনো অনুশোচনা নেই, কেননা আমি আমাকে চিনি, জানি আমার দক্ষতা সম্পর্কে। যারা সত্যি আমাকে ভালোবাসেন তাদের দোয়া আমার সঙ্গে আছে এবং আমি আল্লাহর ওপর ভরসা রাখি।’

দীঘির এমন স্ট্যাটাসের পর থেকে আঙুল তুলছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফীর দিকে। কারণ রাফী নতুন সিনেমা ‘সুড়ঙ্গ’-এ দীঘিকে নেওয়ার কথা ছিল। এ নিয়ে মাস ছয়েক আগে, দীঘির সঙ্গে নাকি রাফির কথাও হয়।  কিন্তু শেষ মুহূর্তে দীঘিকে বাদ দিয়ে সেখানে তমা মির্জাকে নিয়েছেন এই পরিচালক।

এ নিয়ে রাফী বলেন,  ‘আমি একজন নির্মাতা, একটি ছবি বানানোর আগে অনেকজনের সঙ্গেই প্রাথমিক আলোচনা করতেই পারি। এটি কি চূড়ান্ত ভেবে নিতে পারে কেউ! দীঘির সঙ্গে আমার এই ছবি নিয়ে কথা হয়েছে- এমন কথা হয়েছে অনেকের সঙ্গেই। কিন্তু কাউকে তো আমি পাকা কথা দেইনি। আমার গল্পের সঙ্গে যাকে মানাবে আমি তো তাকে নিয়েই কাজ করব।’

যদিও দীঘির স্ট্যাটাসে কারো নাম উল্লেখ করা হয়নি। তিনি সর্বশেষে লেখেন,  ‘আমার এই লেখার কোনো উদ্দেশ্য নেই। আর এই ক্ষোভ আমি তিন বছর ধরে বুকে পুষে চলেছি। আমি একেবারে ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়েছি এই সিন্ডিকেটের খেলায়, দুঃখিত।’

Bootstrap Image Preview