Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যে ভয়ে বিয়ে ভাঙলেন নুসরাত ফারিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২২, ০৩:৩৯ PM
আপডেট: ১০ ডিসেম্বর ২০২২, ০৩:৩৯ PM

bdmorning Image Preview


বাগদানের পর পার হয়েছে আড়াই বছর। এরমধ্যে কোনোকিছুই জানাননি চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তবে এবার সামনে আনলেন বিয়ে না করার সিদ্ধান্তের কথা। রনি রিয়াদ রশীদের সঙ্গে ৭ বছর চুটিয়ে প্রেম করেছেন ফারিয়া, পারিবারিকভাবে সেরেছেন বাগদানও। কিন্তু রনিকে বিয়ে করছেন না বলে সম্প্রতি জানালেন নায়িকা।

তিনি বলেন, আমি যা করি ভেবেচিন্তেই করি। রনির সঙ্গে যোগাযোগ নেই এমন নয়। সারা জীবনই বন্ধুর মতো সম্পর্ক থাকবে আমাদের। বিয়ে না করার সিদ্ধান্তটি দু’জনের বোঝাপড়াতেই হয়েছে। ২০২০ সালের মার্চে বাগদান সারেন ফারিয়া-রনি।

আংটি বদলের একটি ছবি ফেসবুকে পোস্ট করে ফারিয়া লিখেছিলেন, আমাদের মধ্যে ৭ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। অবশেষে পারিবারিকভাবে বাগদান সম্পন্ন হয়েছে।

এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া সে সময় বলেছিলেন, হুট করেই দুই পরিবারের সম্মতিতে আংটি বদল হলো। করোনার সংকট কেটে গেলে সবাইকে দাওয়াত দিয়েই বিয়ের পিঁড়িতে বসবো। জানা গিয়েছিল, নুসরাত ফারিয়ার হবু  স্বামী রনি রিয়াদ রশীদ একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা। বিয়ে না করার পেছনে বেশ কয়েকটি কারণকে সামনে আনছেন ফারিয়া।

জানালেন, চারদিকে যে পরিমাণ বিচ্ছেদ হচ্ছে তাতে অনেকটাই আতঙ্ক বোধ করেন।

ফারিয়া বলেন, আমাদের পরিবার, আত্মীয়-স্বজনের মধ্যে এই বিবাহ বিচ্ছেদের বিষয়টি নাই। এটি আমার জন্য একটা মানসিক ট্রমার মতো। যদিও পারিবারিকভাবে বিয়ের চাপ রয়েছে। তবে এখন কাজ নিয়েই থাকতে চাই শুধু।

Bootstrap Image Preview