Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢাকার প্রবেশমুখে পথে পথে পুলিশের চেকপোস্ট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২২, ১২:০৭ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০২২, ১২:০৭ PM

bdmorning Image Preview


বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশ কোথায় হবে তা নিয়ে গেল কয়েকদিন ধরেই উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। ১০ লাখ লোকের সমাগম ঘটিয়ে বিএনপি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশ করতে চাইলেও সরকার সে অনুমতি দিচ্ছে না। 

উদ্ভূত এ পরিস্থিতিতে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকালের মতো আজও ঢাকার প্রবেশ পথে বেশ কয়েকটি স্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। এসব চেকপোস্টে পুলিশের কঠোর অবস্থান কঠোর লক্ষ্য করা যাচ্ছে।  

এছাড়া মহাসড়কে যানবাহন কম রয়েছে। যাত্রীর সংখ্যাও অন্যান্য দিনের তুলনায় কম দেখা যাচ্ছে।

শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকার প্রবেশ পথে গিয়ে দেখা যায়- সাইনবোর্ড, মৌচাক, মদনপুর, মেঘনা টোল প্লাজার সামনে মোট ৪টি পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। এসব চেকপোস্টে গাড়ি থামিয়ে তল্লাশি করছে পুলিশ।  

ডিএমপির ডেমরা জোনের পেট্রোল ইন্সপেক্টর নুরুল ইসলাম মল্লিক বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সবসময় প্রস্তুত থাকি। আমরা সর্বোচ্চ সতর্কতার সাথে আমাদের দায়িত্ব পালন করছি, যাতে দেশের মানুষ ভালোভাবে থাকতে পারে। এ মহাসড়কে পুলিশের অনেকগুলো চেকপোস্ট বসানো হয়েছে। 

১০ ডিসেম্বরকে সামনে রেখে রাজধানী ঢাকার প্রবেশমুখ সাভার ও আশুলিয়ার সড়ক-মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি করছে পুলিশ।

এছাড়া সাভারের আমিনবাজার ও আশুলিয়ার নন্দন পার্কের সামনে চেকপোস্ট বসিয়েছে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ।

এদিকে নবীনগর-চন্দ্রা মহাসড়ক, ঢাকা-আরিচা মহাসড়ক ও বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক ঘুরে দেখা গেছে অন্যান্য দিনের তুলনায় যানবাহনের চাপ কম রয়েছে। যার ফলে সাধারণ যাত্রীরা পায়ে হেটে কেউবা রিকশায় করে গন্তব্যে যাচ্ছে।

এ ব্যপারে সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আজিজুল হক বলেন, নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই তল্লাশি করা হচ্ছে। আমরা দূর পাল্লার বাস, মাইক্রোবাস, মোটরসাইকেল ও প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি করি। আবার অনেক গাড়ির কাগজপত্র না থাকা, প্রাইভেটকারের চালকরা সিটবেল্ট না বাঁধাবসহ বিভিন্ন কারণে মামলা দেওয়া। আর এগুলো সম্পূর্ণ নিয়মিত কাজের অংশ হিসেবেই করা হচ্ছে।

 

Bootstrap Image Preview