ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে চারটি ককটেল বোমা বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহত কিংবা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। সেসময় ওই স্থান থেকে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ।
এদিকে ঘটনার পরপরই জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয় পরিদর্শণ করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, রাতে বিকট বিস্ফোরণের শব্দ শুনে জেলা আওয়ামী লীগের কার্যালয় এলাকায় যায় টহল পুলিশ। সেসময় দেখা যায় কার্যালয়ে উত্তর ও পশ্চিম দিকে চারটি ককটেল বিষ্ফোরিত হয়েছে। পাশেই পড়ে আছে আরো পাঁচটি ককটেল।
পরে পুলিশ ওই অবিষ্ফোরিত ককটেলগুলো উদ্ধার করে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। এ ব্যাপারে থানায় এখনও কোন মামলা হয়নি বলে জানান ওসি।
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু অভিযোগ করে বলেন, আগামী ১০ তারিখের সমাবেশ ঘিরে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অংশ হিসেবে বিএনপি জেলা আওয়ামী লীগের অফিসে এ হামলার ঘটনা ঘটিয়েছে।