আর্জেন্টিনা-ব্রাজিলের জার্সি পরে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে অ্যাকশনে পুলিশ। বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায় এ দৃশ্য।
বুধবার (৭ ডিসেম্বর) বেলা ৩টার দিকে নয়াপল্টনে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এ ঘটনায় এখন পর্যন্ত আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
এদিকে অন্তত এক হাজার নেতা-কর্মী বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শ্বাসকষ্টে ভুগছেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন। বর্তমানে তিনি কার্যালয়ের সামনে বসে আছেন।
আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ ঘিরে কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। বিএনপি পল্টনে দলের কার্যালয়ের সামনে এ সমাবেশ করতে চায়। অন্যদিকে সরকার পল্টনে সমাবেশ করতে দিতে নারাজ। সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে এ সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে সেখানে সমাবেশ করতে নারাজ বিএনপি।