Bootstrap Image Preview
ঢাকা, ১৩ শুক্রবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৮ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনে পুলিশের চেকপোস্ট, চলছে তল্লাশি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২২, ০৩:১০ PM
আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২, ০৩:১০ PM

bdmorning Image Preview


কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। চলছে তল্লাশি।

পুলিশ বলছে, আদালত থেকে জঙ্গি পালিয়ে যাওয়ার ঘটনা ও বিজয় দিবসের নিরাপত্তা নিশ্চিতের জন্যই এই তল্লাশি কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনে নিরাপত্তা চৌকি বসিয়ে পুলিশকে তল্লাশি চালাতে দেখা যায়।

সূত্র জানায়, জঙ্গি পলায়ন ও বিজয় দিবসের নিরাপত্তার পাশাপাশি ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশ কেন্দ্র করে স্টেশনে এ তল্লাশি  চালানো হচ্ছে। বিভিন্ন জেলা থেকে ট্রেনে আসা যাত্রীদের তল্লাশি করা হচ্ছে।

বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) কামরুল হাসান জানান, আদালত থেকে জঙ্গি পালিয়ে যাওয়া ও বিজয় দিবসের নিরাপত্তার জন্য তল্লাশি শুরু করা হয়েছে। গত দুই দিন ধরে এটি চলছে। এছাড়া মাদক অন্যান্য চোরাচালান রোধে তল্লাশি অব্যাহত আছে।

একই তথ্য জানান ঢাকা রেলওয়ে থানা কমলাপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহ‌ম্মেদ বিশ্বাস।

অপর একটি সূত্র জানায়, কমলাপুর রেলওয়ে থানা পুলিশের দিন কাটছে এখন তল্লাশির ওপরে। যাত্রীদের যাকে সন্দেহ হচ্ছে তাকেই তল্লাশি করা হচ্ছে।

Bootstrap Image Preview