‘১০ ডিসেম্বরকে কেন্দ্র করে যান চলাচল নিয়ন্ত্রণ করতে আজ বুধবার রাত থেকে পেট্রোল পাম্প বন্ধ থাকবে’- সামাজিকযোগাযোগ মাধ্যমে এমন একটি তথ্য ছড়াচ্ছে একটি মহল। তবে এই তথ্যকে গুজব বলে জানিয়েছে পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশন।
বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হক গণমাধ্যমকে বলেন, পেট্রোল পাম্প বন্ধ থাকার কোনো নির্দেশনা নেই। একটি নির্দিষ্ট মহল গুজবটি ছড়িয়েছে। কেন এমন ছড়াল তার কারণ জানা নেই। পাম্প থেকে এখন পর্যন্ত তেল বেচাকেনা স্বাভাবিক রয়েছে।
পেট্রোল পাম্প সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত আমাদের অ্যাসোসিয়েশন নিয়ে থাকে। তাই এধরনের তথ্যে কাউকে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেন তিনি।
আগামী ১০ ডিসেম্বর ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ করতে যাছে বিএনপি। বিএনপি সমাবেশের স্থান হিসেবে নয়াপল্টন ও আরামবাগ আইডিয়াল স্কুলের সামনের সড়কের কথা বলে আসছে। দলটি এও বলেছে, সরকার গ্রহণযোগ্য ও পছন্দনীয় স্থানের প্রস্তাব না করলে বিএনপি আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনেই সমাবেশ করবে। আইনশৃঙ্খলা বাহিনীও নয়পল্টনে সমাবেশের অনুমতি দেয়নি। যে কারণে সমাবেশের স্থান নির্ধারণ নিয়ে সরকারের সঙ্গে চলছে উত্তেজনা।