Bootstrap Image Preview
ঢাকা, ১১ বুধবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৭ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যেভাবে নিজেকে ফিট রাখছেন ভাবনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২২, ০৬:০৪ PM
আপডেট: ০৬ ডিসেম্বর ২০২২, ০৬:০৪ PM

bdmorning Image Preview


বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সময়ের বিভিন্ন ছবি পোস্ট করে মুগ্ধতা ছড়াতে দেখা যায় তাকে। সম্প্রতি ফেসবুকে ব্যায়ামের কিছু ছবি পোস্ট করে নজর কেড়েছেন নেটিজেনদের।

ইতোমধ্যে ভাবনার ছবিগুলো দেখে মুগ্ধ হয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। নিজেকে ফিট রাখতে নিয়মিতই ব্যায়ামে করেন এ লাস্যময়ী।

তার ছবিগুলোতে দেখা গেছে, নিজের বাড়ির ছাদে প্রাকৃতিক পরিবেশে ব্যায়ামে মগ্ন রয়েছেন তিনি। পরনে কালো রঙের শর্ট প্যান্ট এবং একটি হট পিংক কালারের টপস।

ব্যায়ামের প্রতিটি ছবি থেকেই যেন সৌন্দর্য ঝরে পড়ছে ভাবনার। এক অনন্য রূপে নিজেকে মেলে ধরেছেন মিষ্টি রোদে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো পোস্ট করে অভিনেত্রী ক্যাপশন দিয়েছেন, ‘ইয়াস, ওয়েনসডে মোটিভেশন’।

উল্লেখ্য, বর্তমানে বাবা হাবিবুল ইসলামের ‘যাপিত জীবন’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন ভাবনা। ১৯৪৭ সালের দেশভাগ ও ভাষা আন্দোলনের প্রেক্ষাপটকে কেন্দ্র করে ছবিটি নির্মিত হচ্ছে। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি।

Bootstrap Image Preview