অ্যাঞ্জেল ডি মারিয়া কি ফিট আছেন? অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ (শনিবার) শেষ ষোলোর লড়াইয়ে তিনি কি খেলতে পারবেন? পোল্যান্ড ম্যাচের সময়ই তাকে কিছুটা অস্বস্তিতে দেখা গিয়েছিল।আর্জেন্টিনা কোচ লিওনের স্কালোনি ম্যাচের এক পর্যায়ে তার বদলি নামান। এরপর জানা যায়, পেশিতে কিছুটা টান পড়েছে তারকা এই উইঙ্গারের।স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়া ম্যাচের আগে কোচের কাছে সাংবাদিকরা জানতে চান, ডি মারিয়া আসলে কতটা ফিট আছেন?
জবাবে স্কালোনি কিছুই পরিষ্কার করেননি। শুক্রবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গতকাল ছিল অস্ট্রেলিয়াকে নিয়ে বিশ্লেষণ করার দিন। আজ বিকেলে আমরা অনুশীলনের পর পরিষ্কার একটা ধারণা পাব। অনুশীলনের পর দল নিয়ে সিদ্ধান্ত নেব। ডি মারিয়া এবং অন্য খেলোয়াড়রা কতটা ফিট, দেখে দল করব। যদি সে (ডি মারিয়া) ফিট হতে পারে, খেলবে।’
কোচের কথায় পরিষ্কার, ডি মারিয়ার ফিটনেস নিয়ে এখনও সংশয় রয়ে গেছে। লেফট-ব্যাক মার্কুস আকুনাকেও পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে বদলি করেছিলেন কোচ। তবে স্কালোনি জানালেন, অন্য কোনো সমস্যা নয়, হলুদ কার্ডের কারণেই তিনি তুলে নিয়েছিলেন আকুনাকে।