Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শনিবার, নভেম্বার ২০২৪ | ২৫ কার্তিক ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সমুদ্রসৈকতে প্রকাশ্যে নগ্ন হয়েছে ২৫শ নরনারী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২২, ১০:৪৬ AM
আপডেট: ২৭ নভেম্বর ২০২২, ১০:৪৬ AM

bdmorning Image Preview


স্কিন ক্যানসার বা ত্বকের ক্যানসারের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির জন্য প্রতি বছরের মতোই ‘আর্টওয়ার্ক’ উপস্থাপন করলেন মার্কিন ফটোগ্রাফার স্পেন্সার তিউনিক।

তিনি বিশ্বের সবচেয়ে আইকনিক স্থান বলে পরিচিত জায়গায় ব্যাপক আকারে নগ্ন নারী-পুরুষকে উপস্থাপন করে আর্ট প্রদর্শনের জন্য সারা দুনিয়ায় পরিচিত।

শনিবার তার ডাকে সিডনির বন্ডি বিচে সমবেত হন প্রায় আড়াই হাজার নরনারী। তারা স্বেচ্ছায় শরীর থেকে সব পোশাক খুলে নগ্ন হয়ে দাঁড়ান।

পরে আবার দল বেঁধে শুয়ে পড়েন বিচের বালিতে। সেই অবস্থায় নিজেদের মেলে ধরলেন ক্যামেরার সামনে। নিয়মিত ত্বক পরীক্ষা করাতে অস্ট্রেলীয়দের উদ্বুদ্ধ করাতে সর্বশেষ এই প্রজেক্ট সম্পন্ন করেন তিউনিক।

প্রথমবারের মতো ওই সমুদ্রসৈকতে প্রকাশ্যে নগ্ন হওয়ার আইন পরিবর্তন করা হয়েছে। বিশ্বে যেসব দেশে ত্বকের ক্যানসার ভয়াবহ, তার মধ্যে অস্ট্রেলিয়া শীর্ষে। বিবিসি।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে স্বেচ্ছাসেবকরা ওই সমুদ্রসৈকতে গিয়ে সমবেত হতে থাকেন।

Bootstrap Image Preview