Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ব্রাজিলের হেক্সা মিশন কি এবার সফল হবে ?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২২, ১২:১৮ PM
আপডেট: ২০ নভেম্বর ২০২২, ১২:১৮ PM

bdmorning Image Preview


আজ রবিবার থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। এর আগের দিন রাতে ৩২ দলের সর্বশেষ দল হিসেবে কাতারে পৌঁছে গেছে টুর্নামেন্টের অন্যতম হট ফেবারিট দল ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বরণ করে নিতে গভীর রাতেও দোহার বিমানবন্দরে ছিল সমর্থকদের উপচে পড়া ভিড়। সুপারস্টার নেইমারকে এক নজর দেখার জন্য তাদের আকুতির শেষ ছিল না।

ফিফা বিশ্বকাপে পাঁচটি শিরোপাজয়ী ব্রাজিল এখন পর্যন্ত সবার ওপরে। ২০ বছর আগে শেষ বিশ্বকাপ জিতলেও এখনো প্রতি বিশ্বকাপের আগেই ব্রাজিলকে ফেভারিট হিসেবে ধরা হয়।  বিশ্বব্যাপী যেসব আন্তর্জাতিক ফুটবল দলের প্রচুর সমর্থক আছে, তাদের মধ্যে ব্রাজিল একটি। ব্রাজিলের স্কোয়াডের গভীরতা যেকোনো দলের জন্য ঈর্ষণীয়। ফুটবল লেখক জেমস হর্নক্যাসলের মতে, 'ব্রাজিলের এই দলটিতে নেইমারের সামর্থ্যের সবটুকু ব্যবহার করা গেলে এবার ব্রাজিল ছয় নম্বর বিশ্বকাপ জিততেও পারে। ' 

কোচ তিতের অধীনে ব্রাজিল গত ২৯ ম্যাচে হারেনি, শেষ ১৭ ম্যাচের ১৩টিতে কোনো গোলও হজম করেনি। একই সঙ্গে এই ২৯ ম্যাচে ব্রাজিল গড়ে আড়াইটি করে গোল দিয়েছে প্রতিপক্ষের জালে।  নেইমার, গ্যাব্রিয়েল জেসুস, রিচার্লিসন, ক্যাসেমিরো, পাকোয়েতা, ভিনিসিয়ুজ জুনিয়রেরা প্রত্যেকেই বিশ্বকাপের আগে ক্লাব ফুটবলে দারুণ ফর্ম দেখিয়েছেন। ব্রাজিল কোচ এর আগে বলেছেন, 'একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা গিয়েছি, যা আমাদের দলে আত্মবিশ্বাস ও নিরাপত্তাবোধ নিয়ে এসেছে। '

Bootstrap Image Preview