Bootstrap Image Preview
ঢাকা, ০৭ শনিবার, ডিসেম্বার ২০২৪ | ২৩ অগ্রহায়ণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিয়ের আসরে বর এলো কফিন বন্দি হয়ে!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২২, ০৯:৩৭ AM
আপডেট: ২০ নভেম্বর ২০২২, ০৯:৩৭ AM

bdmorning Image Preview


বিয়ের অনুষ্ঠানের বরের গাড়ির জন্য অপেক্ষা বা গাড়ির সাজগোজ ঘিরে সবারই একটা আগ্রহ থাকে। কনের পরিবার-বন্ধুবান্ধব থেকে শুরু করে অনুষ্ঠানে অতিথিরা মুখিয়ে থাকেন কখন বর আসবে। সম্প্রতি নিউ ইয়র্কে এক বিয়ে-বাড়ির অনুষ্ঠানে বরের আসা নিয়ে ব্যতিক্রমী ঘটনা ঘটলো।

সেখানে দেখা গেলে, নির্দিষ্ট সময়ে বিয়ের অনুষ্ঠানে বরের গাড়ি এলো। তবে গাড়ি থেকে বরের পরিবর্তে নামানো হলো কফিন। বরের বন্ধুরা মুখ থমথমে করে ওই কফিন নিয়ে বিয়ে-বাড়িতে ঢুকতেই সবাই হতবাক। উদ্বেগ-আশঙ্কা দেখা গেল কনেপক্ষের বাড়ির সদস্যদের মুখেও। সবার চোখে-মুখে একটাই প্রশ্ন। তা হলে কী...? 

কিন্তু সবাইকে চমকে দিয়ে কফিনের ডালা খুলে বেরিয়ে এলেন বর। বরের বন্ধুদের মধ্যে পড়ল হাসির রোল। আমেরিকার নিউ ইয়র্কের একটি বিয়ের অনুষ্ঠানের এই ঘটনার ভিডিও সম্প্রতি সমাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে আরও দেখা যাচ্ছে, কফিনের ডালা খুলে বর বের হতেই কনেবাড়ির সদস্যেরা আগের থেকে আরও হতবাক। বরের এই মজা বুঝতে কনের বাড়ির লোকজনের সময় লাগল আরও খানিকটা। তারপর তাদের মুখেও ফুটে উঠল হাসি। সাদর আমন্ত্রণ জানানো হলো বর এবং তার বন্ধুদের।

এই ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পর অনেকে তা শেয়ার করেছেন। এখনও পর্যন্ত লাখ লাখ মানুষ এই ভিডিওটি দেখেছেন। বিয়ের দিন বরের এই রসিকতাকে অনেকে যেমন সাধুবাদ জানিয়েছেন, তেমন অনেকেই এই ঘটনাকে কনেবাড়ির পক্ষে অসম্মানজনক বলেও উল্লেখ করেছেন।

Bootstrap Image Preview