Bootstrap Image Preview
ঢাকা, ১৪ শনিবার, সেপ্টেম্বার ২০২৪ | ৩০ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দুইজনকেই মিমের ভালো লাগে!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২২, ১২:২৫ AM
আপডেট: ২০ নভেম্বর ২০২২, ১২:২৫ AM

bdmorning Image Preview


আজ থেকে কাতারে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। এ নিয়ে দেশে দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা চলছে। তারকারাও কম যান না। তাদেরও নিজের পছন্দের দল ও খেলোয়াড় রয়েছে। অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের পছন্দের দল ব্রাজিল। তবে মেসির খেলা তার ভালো লাগে। ফুটবল নিয়ে তার অনেক স্মৃতি রয়েছে। এর মধ্যে দুঃখের স্মৃতি হলো ২০১৪ বিশ্বকাপে সেমিফাইনালে জার্মানির কাছে ব্রাজিলের ৭ গোলে হেরে যাওয়া।

মিম বলেন, আমার মনে হয়, প্রতিটি ব্রাজিল ভক্তের মন সেদিন অত্যন্ত খারাপ ছিল। আমি নিজেও সেদিন অনেক কেঁদেছি। বাসায় আমরা খুব আগ্রহ নিয়ে খেলা দেখতে বসেছিলাম। প্রিয় দলের খেলা; বাঁচা-মরার লড়াই! জার্মানির বিপক্ষে সেদিন জিতলেই ফাইনাল। এ কারণে হাতে কোনো কাজ রাখিনি। বলা যেতে পারে প্রস্তুতি নিয়েই খেলা দেখতে বসেছিলাম।

আমার বোন ছিল আর্জেন্টিনার সাপোর্টার। ফলে এ নিয়ে দুজনের মধ্যে স্নায়ুযুদ্ধ চলছিল। ম্যাচটা ছিল ব্রাজিলের নিজেদের মাটিতে। ভেবেছিলাম ব্রাজিল বেশ ভালোভাবেই জিতবে। আমি এই ম্যাচ নিয়ে ওভার কনফিডেন্ট ছিলাম। কিন্তু খেলা দেখতে বসে ঘটলো উল্টো ঘটনা। একটার পর একটা গোল খেতে লাগলো ব্রাজিল।

আমার বোনের আনন্দ তখন দেখে কে! সে আমাকে ইচ্ছামতো তিরস্কার করছিল। সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত কেঁদে ফেলেছিলাম। মিম বলেন, তবে এবারের বিশ্বকাপ আমার জন্য বাড়তি আনন্দ নিয়ে এসেছে। কারণ আমার দল ভারি হয়েছে। আমার স্বামীও ব্রাজিলের সাপোর্টার। এবার ওর সঙ্গে খেলা দেখবো। ব্রাজিলের খেলা যখন থাকে চেষ্টা করি সব কাজ রেখে খেলা দেখার। কিন্তু সবসময় তো আর ম্যাচ উপভোগ্য হয় না, মাঝে মাঝে খেলা শেষে মন খারাপও হয়।

তিনি বলেন, নেইমারের মতো মেসিকেও আমার ভালো লাগে। বিশেষ করে তার খেলা এবং তাকে দেখতেও ভালো লাগে। এ কারণে আমি ব্রাজিলের সাপোর্টার হলেও মেসির ফ্যান।

Bootstrap Image Preview