Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বুধবার, সেপ্টেম্বার ২০২৪ | ২ আশ্বিন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভালো বেতনে সোনারগাঁও হোটেলে চাকরির সুযোগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২, ০৫:৩৫ PM
আপডেট: ১৯ নভেম্বর ২০২২, ০৫:৩৫ PM

bdmorning Image Preview


পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইন,সরাসরি বা ডাকযোগে আবেদন করতে পারবেন।

পদের নাম : ডিরেক্টর, সেলস অ্যান্ড মার্কেটিং। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : এমবিএ বা মাস্টার্স পাস করতে হবে। সেলস অ্যান্ড মার্কেটিং বিষয়ে ন্যূনতম ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

এরমধ্যে কোনো ফাইভ স্টার হোটেলের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা ডিরেক্টর বা হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং পদে ন্যূনতম ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা ৪৫ বছর। এছাড়াও প্রার্থীর যোগাযোগ দক্ষতা ও চাপ সামলে কাজের আগ্রহ থাকতে হবে। নেতৃত্বের গুণাবলী থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এমএস অফিস, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট অ্যান্ড ইন্টারনেট ব্রাউজিংয়ে কাজে দক্ষতা থাকতে হবে।

বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

আবেদন যেভাবে : আবেদনপত্র ও জীবনবৃত্তান্ত [email protected] ঠিকানায় ই-মেইল করা যাবে। সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠানো যাবে হিউম্যান ক্যাপিটাল অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, প্যান প্যাসিফিক সোনারগাঁও, ১০৭, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা-১২১৫ এই ঠিকানায়। 

আবেদনের শেষ তারিখ : ২৬ নভেম্বর, ২০২২

Bootstrap Image Preview