প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিলম্বে অর্থ প্রদান শর্তে সৌদি আরবের কাছে তেল চেয়েছেন। এ ছাড়া রোহিঙ্গা সংকট সমাধানেও দেশটির সহযোগিতা চেয়েছেন তিনি।
গতকাল রবিবার সকালে সৌদি আরবের স্বরাষ্ট্র উপমন্ত্রী ড. নাসের বিন আব্দুল আজিজ আল দাউদ গণভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, বৈঠকে উভয় নেতা দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশিদের পাসপোর্ট মেয়াদ উত্তীর্ণ হওয়ার বিষয়টি উত্থাপন করেন সৌদি উপমন্ত্রী। তিনি পাসপোর্ট নবায়নে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রস্তাব দেন। প্রধানমন্ত্রী এ বিষয়ে তার সম্মতি দেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষকে বলেন।
সৌদি উপমন্ত্রী প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অসামান্য উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। তিনি দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী দুটি পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ এবং ক্রাউন প্রিন্স ও সৌদি প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানকে অভিনন্দন জানান।
শেখ হাসিনা বলেন, কভিড-১৯ মহামারী এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অনেক দেশের অর্থনৈতিক অগ্রগতি থমকে গেছে। ড. নাসের বিন আবদুল আজিজ আল দাউদ এক্সপো ২০৩০-এ সৌদি আরবকে বহুপক্ষীয় সহায়তা দেওয়ার জন্য শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রীর অ্যাম্বাসাডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. জাবেদ পাটোয়ারী এবং ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুহাইলান এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশে বিনিয়োগে বিদেশি ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান : উদ্যোক্তাদের যত্রতত্র শিল্প-কারখানা না গড়ে তুলে পরিবেশবান্ধব কারখানা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ‘মেইড ইন বাংলাদেশ উইক-২০২২’-এর আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে উদ্যোক্তাদের এ আহ্বান জানান তিনি।
তৈরি পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ছাড়াও বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি এস এম মান্নান কচি ও সহসভাপতি শহীদুল্লাহ আজিম উপস্থিত ছিলেন।
এ সময় শেখ হাসিনা বলেন, ‘দেশে সাড়ে ১৬ কোটি মানুষ, তাদের নিরাপদ খাদ্য দিতে হবে। আমরা কারও কাছ থেকে ভিক্ষা করে চলতে চাই না, নিজের উৎপাদন নিজে করব। সেজন্য ফসলি জমি রক্ষা করা, যত্রতত্র শিল্প-কারখানা না গড়ে তুলে পরিবেশবান্ধব কারখানা গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। তার ব্যবস্থাও আমরা নিচ্ছি।’
তিনি এই সময় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, ‘আমরা ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলেছি। এসব অঞ্চলে দেশি-বিদেশি বিনিয়োগ চাই। এগুলোতে বর্জ্যব্যবস্থাপনা থেকে সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন। এখানে বহুমুখী বিনিয়োগ হোক। অঞ্চলভিত্তিক কৃষিপণ্য উৎপাদন হয়, কৃষি প্রক্রিয়াজাত পণ্য গড়ে উঠুক। এর চাহিদা কখনো দেশ ও বিদেশে কমবে না।’
সরকারপ্রধান বলেন, ‘যোগাযোগ ব্যবস্থার বিশাল উন্নতি হয়েছে। পদ্মা সেতুসহ শত শত সেতু করছি। এসবের মাধ্যমে শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে যোগাযোগ ব্যবস্থাও সৃষ্টি করছি।’
ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘তৈরি হোন পরিস্থিতির জন্য, ব্যবসায়ী সুবিধা এবং সোর্সিংয়ের জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা বাংলাদেশ। বিদেশি বিনিয়োগকারীদের স্বাগত জানাই, পাশাপাশি দেশি উদ্যোক্তাদের বলবআপনারও পার্টনার হিসেবে বিদেশি উদ্যোক্তাদের খুঁজে নিন। কারণ বিনিয়োগের চমৎকার পরিবেশ রয়েছে।’
এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে সরকারপ্রধান বলেন, ‘বিনিয়োগের সবধরনের সুযোগ-সুবিধা রয়েছে বাংলাদেশে, কারণ আমাদের নীতিমালা বিনিয়োগবান্ধব। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে শুল্কমুক্ত সুবিধা রয়েছে।’
তিনি বলেন, ‘মেইড ইন বাংলাদেশ উইকে বেশকিছু সংলাপ হবে। এই সংলাপগুলো উন্নত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘গত ১৪ বছরের মধ্যে বাংলাদেশকে বদলে দিয়েছি। ২০০৯ সালে দায়িত্ব নেওয়ার পর বলেছিলাম, ‘বদলে যাবে বাংলাদেশ’। আজ আমরা সত্যিই বদলে দিয়েছি। আমরা নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করেছি। এখন আমরা ২০৪১ সালের রূপকল্প নিয়ে কাজ করছি। উন্নয়নশীল দেশে রূপান্তরিত করতে কাজ করছি। আমার ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব।’