Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেশের শীর্ষ আলেম মুফতী নূরুল আমীনের ইন্তেকাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২২, ০৭:০৭ PM
আপডেট: ১২ নভেম্বর ২০২২, ০৭:০৭ PM

bdmorning Image Preview


দেশের অন্যতম শীর্ষ আলেম, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও জামিয়া ইমদাদিয়া ফরিদাবাদ মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা মুফতী নুরুল আমীন আজ হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাদ মাগরিব ফরিদাবাদ মাদরাসায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বহু শীর্ষ আলোম ছাত্র মরহুমের জানাজায় অংশ নেন। রাতেই কুমিল্লার বরুরাস্থ মরহুমের নিজ গ্রামে পারিবারিক কবরাস্থানে তার লাশ দাফনের কথা রয়েছে। মরহুমের ইন্তেকালে ইসলামী অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তার ইন্তেকালে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ এবং তার রূহের মাগফিরাত কামনা করেছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মাওলানা মুফতী নূরুল আমীন (রহ.) ছিলেন একজন বরেণ্য ও প্রথিতযশা আলেমেদীন ও মুফতি। তিনি বহু মাদরাসার সাথে সম্পৃক্ত থেকে ইলমে নববীর দরস ও তাদরীসের খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। এ ছাড়াও বিভিন্ন ফেরকায়ে বাতিলার বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদী ছিলেন। মহান রব্বুল আলামিন এই মহান বুজুর্গ আলেমেদ্বীনের সকল খেদমতকে কবুল করুন, আল্লাহ পাক তাঁর পরিবার পরিজনকে এবং দেশবিদেশে ছড়িয়ে থাকা তাঁর সকল সাগরেদ, ভক্তদেরকে সবরে জামীল দান করুন।

গভীর শোক প্রকাশ এবং তার রূহের মাগফিরাত কামনা করে যারা বিবৃতি দিয়েছেন তারা হচ্ছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি ও ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব, জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি মুফতি আবদুল্লাহ ইয়াহইয়া, ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সেক্রেটারী আব্দুল আঊয়াল মজুমদার, ঢাকা মহানগর উত্তর সভাপতি শায়খুল হাদীস মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর আল্লামা ছরওয়ার কামাল আজিজি ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, ঢাকা মহানগর নেজামে ইসলাম পার্টির আমীর প্রিন্সিপাল মাওলানা আবু তাহের খান ও ভারপ্রাপ্ত সেক্রেটারি মুফতী দ্বীনে আলম হারুনী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি মোহাম্মদ আব্দুল কাইয়ূম, উম্মাহ কল্যাণ সংস্থা বাংলাদেশ এর সভাপতি ও সাবেক ছাত্রনেতা মাওলানা মুহাম্মদ ইসমাঈল বুখারী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজী, সাধারণ সম্পাদক মাওলানা গাজী আতাউর রহমান।

জাতীয় তাফসীল পরিষদের চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মহাসচিব হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, যুগ্ম মহাসচিব প্রিন্সিপাল ও মায়কুল হাদীস হাফেজ মাওলানা মুফতী বাকি বিল্লাহ, ইসলামী যুব সমাজের মহাসচিব মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ খান, ইসলামী ছাত্র সমাজের সভাপতি আতিকুর রহমান সিদ্দিকী ও মহাসচিব এহতেশামুল হক সাথী। এছাড়া মুফতি নুরুল আমীন (রহ.) এর মাগফিরাত কামনা করে আজ বাদ জোহর পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। দলের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই দোয়া পরিচালনা করেন। এ সময় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারূফ, মুফতী মোস্তফা কামাল, শহিদুল ইসলাম কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview