Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বুধবার, সেপ্টেম্বার ২০২৪ | ২ আশ্বিন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশেষ দিনে স্বামীকে নিয়ে চট্টগ্রামে সময় কাটিয়েছেন মিম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২২, ০৯:০৭ PM
আপডেট: ১১ নভেম্বর ২০২২, ০৯:০৭ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ঢাকাই সিনেমার অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের বর্তমান সময়টা বেশ ভালো যাচ্ছে। চলতি বছর রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমা মুক্তির পরে রাতারাতি আলোচনায় উঠে আসেন তিনি। ত্রিভুজ প্রেমের গল্পে সাবলীল অভিনয়ের কারণে দর্শকহৃদয়ে দাগ কেটেছে তার অভিনয়। ‘পরাণ’-এর আবহ কেটে যাওয়ার আগেই আবার মুক্তি পেয়েছে তা অভিনীত ‘দামাল’ সিনেমা। সেই সিনেমাও এখন ভালো সাড়া পাচ্ছে প্রেক্ষাগৃহে।

ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকলেও পরিবারকে সময় দিতে একদমই ভুল করেন না মিম। প্রায় বছরখানেক হলো ব্যাংকার সনি পোদ্দারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। বিয়ের পরই যেন ক্যারিয়ারে সুবাতাস বইছে তার। এদিকে ১০ নভেম্বর ছিল তার জন্মদিন। বিবাহিত জীবনে এবারই প্রথম জন্মদিন উদযাপন করেছেন মিম।

বিশেষ দিনে স্বামীকে নিয়ে চট্টগ্রামে সময় কাটিয়েছেন মিম। সেখান থেকেই তিনি জানালেন, বিয়ের পরে জীবন অন্যরকম হয়ে গেছে তার। জীবনের বিশেষ দিনে একটি গণমাধ্যমে এমনটাই জানান ‘পরাণ’-এর অভিনেত্রী।

মিম বলেন, আজকের দিনেই এনগেজ হয়েছিল আমাদের। আমার জীবনের একটি সেরা দিন। আর বিয়ের পর জীবনটাই অন্যরকম হয়ে গেছে। আগে তো কেউ না থাকায় জন্মদিন এভাবে উদযাপন করা হতো না। 

এই অভিনেত্রী আরও বলেন, জন্মদিনের শুরুতেই আমাকে বিশাল সারপ্রাইজ দিয়েছে সনি (স্বামী)। রাতে আমাদের পরিচিত অনেকে ছিলেন। ভালো লাগছে। কেক কেটেছি, ভোর চারটা পর্যন্ত বারবিকিউ পার্টি করেছেন বলেও জানান তিনি।

এদিকে চিত্রনায়িকা পরীমণি বুধবার (৯ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্বামী রাজ, নায়িকা মিম ও পরিচালক রাফির নাম উল্লেখ করে একটি স্ট্যাটাস দেন। যা নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠে দেশের সিনেমা পাড়ায়। 

পরীমণি তার স্ট্যাটাসের স্বামী শরীফুল রাজের সঙ্গে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন।

পরীমণির ওই স্ট্যাটাসের জাবাবে বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে কড়া হুঁশিয়ারি দেন মিম। নিজের ফেসবুকে মিম জানান, প্রমাণ ছাড়া কোনো মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তাকে নিয়ে করা হলে তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন।

এরপরই শুক্রবার (১১ নভেম্বর) ভোররাতে আবারও স্ট্যাটাস দেন পরীমণি। যেখানে রাজ-মিমের মাখামাখি পরীর সংসারের জন্য কাল হচ্ছে বলেও উল্লেখ করেন এই নায়িকা।

পরীমণি তার স্ট্যাটাসে লেখেন, আসেন তাহলে কিছু বিষয় ক্লিয়ার করি। এই যে মিম বললা আমি জেলাসি করলাম তোমার সাথে! এটা দশ জন আননোন লোকে বলতেই পারে কিন্তু তুমি কি করে এটা বলো? যেখানে পরান রিলিজের পর সব খানে আমি বলে আসছি রাজের সাথে তুমি জুটি হয়ে কাজ করো। তোমাদের জুটি দেখতে ভালো লাগে।এটা তোমরাও চাও। তোমার মা ও সেদিন আমাদের লিভিং রুমে আমার সাথে এই নিয়ে কতো কথা বললাম। এই তো সেদিন ইনফিনিটি সিজন ২ এর জন্যে তোমাকে নক দিলাম আমি। কি করে ভুলে গেলি রে ভাই। ৫ দিন আগেও আবু রায়হান জুয়েল ভাই কে বললাম রাজ আর মিম কে জুটি করে নেক্সট কাজটা করে ফেলেন ভাই। 

কিন্তু বিশ্বাস কর ভাই মিম, রাজের সাথে তোর এই অতি মাখামাখিটা আমার সংসার,আমার বাচ্চা,আমার লাইফ সব কিছুতে ঝামেলা করে দিচ্ছে। এই যে দামালের তিন মাসের হল রাইটস নিলা রাজ তুমি,তোমরা সবাই এই হলো কাল এখন আমার জীবনের। এখন তোমাদের ব্যবসায়িক ছুতোয় আলাপ চলে রাত দিন। বিশ্বাস করো তোমাদের এই মাঝ রাত্তিরের ফোন আলাপ আমার সত্যিই প্রবলেম করে। আমি একা সারারাত বাচ্চাটাকে সামলাই। এসব বন্ধ করো ????

আর এই যে জাজমেন্টাল যারা রয়েছেন তাদের একটু দেখা উচিত আমি সত্যিই কতোটা জেলাস ছিলাম। নেন কমেন্ট বক্সে দিলাম একটু নমুনা ????

ওই স্ট্যাটাসের নিচে মিমের সঙ্গে নিজের মেসেজিংয়ের স্ক্রিনশটও শেয়ার করেন পরীমণি।

Bootstrap Image Preview